নাসিম রুমি: দেড় দশক আগে যে সুপারস্টারের হাত ধরে ইন্ডাস্ট্রিতে হাঁটতে শুরু করেছিলেন বলিউডি নায়িকা দীপিকা পাড়ুকোন, সেই শাহরুখ খানের সঙ্গ সহসা ছাড়ছেন না তিনি। ‘পাঠান’ এর পর ‘জওয়ান’ সিনেমাতেও শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।
তবে ‘জওয়ানে’ দীপিকা নায়িকা হয়ে নয়, আসছেন শাহরুখের সহ অভিনয়শিল্পী হিসেবে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্যারিয়ারে দীপিকাকে ‘লাকি চার্ম’ মনে করছেন শাহরুখ। তার একান্ত চেষ্টাতে ‘জওয়ান’ সিনেমায় দীপিকার আসা।
এদিকে দীপিকা মনে করেন, শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পারাটা তার জন্য ‘সৌভাগ্যের’।
‘জওয়ান’ সিনেমার টিজার আসে গত বছর। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা।
দক্ষিণি পরিচালক অ্যাটনি কুমার পরিচালিত ‘জওয়ান’ প্রযোজনা করছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।
শাহরুখের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এছাড়া অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।
শাহরুখের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এছাড়া অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।
আগামী ২৭ ও ২৮ মার্চ দুদিন শাহরুখের সঙ্গে শুটিং সারবেন দীপিকা। আর পুরো টিমের শুটিং শেষ করার তারিখ ধরা হয়েছে ৩০ এপ্রিল।