নাসিম রুমি: প্রায় ৪ বছর বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে রাজার মতো বলিউডে কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ২০২৩-এ কিং খানের আয় বক্স অফিস কাঁপিয়ে ছিল। ‘পাঠান’ দিয়ে নতুন রেকর্ড গড়ে ছিলেন তারপর ‘জওয়ান’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙেন। বছর শেষে মুক্তি পায় ‘ডাংকি’।
তবে ২০২৪ সালে শাহরুখের কোনও ছবি মুক্তি পায়নি বক্স অফিসে। এবার দেখে নেওয়া যায় কিং খানের ছবি মুক্তি না পাওয়ায় ঠিক কতটা ক্ষতি হল বলিউডের। বক্স অফিসেই বা কী প্রভাব পড়ল।
শাহরুখের ২০২৪ সালে কোনো ছবির বক্স অফিসে প্রকাশ পায় নি। এতে অনেকেই আশঙ্কা করছিলেন যে বলিউডে বিরাট ক্ষতি হবে। তবে বলিউডের বক্স অফিসে সে রকম ক্ষতি হতে দেখা যায়নি।
তার কারণ গত বছর পাঁচটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি শাহরুখের ছবির আয়কে টক্কর দিয়েছিল। এর মধ্যে চারটি ছিল দক্ষিণ ভারতীয় ছবি।
যেগুলো বক্স-অফিসে শাহরুখের ছবি মুক্তি না পাওয়ার প্রভাব সেভাবে পড়তে দেয়নি। ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘দেবরা: পার্ট ১’, ‘স্ত্রী ২’ এই তালিকায় জায়গা করে নিয়েছে।