English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

শাহরুখকে টপকে রণবীর রেকর্ড

- Advertisements -

নাসিম রুমি: অন্যতম সফল একটি বছর পার করেছে বলিউড। শাহরুখ খানের তিনটি নতুন সিনেমার বদলোতে দক্ষিণ ভারতের সুপার হিট সিনেমার চাপ সামলে উঠেছে এই ইন্ডাস্ট্রিটি।

২০২৩ সালে বলিউডে শাহরুখের সিনেমা ছাড়াও আরও বেশ কিছু সিনেমা ছিল আলোচনায়।

এরমধ্যে রণবীর কাপুরের সিনেমা অ্যানিমেল অন্যতম।

শত বিতর্কের পরও বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে সিনেমাটি। এমনকি শাহরুখ খানের ডানকি বা প্রভাসের সালার আসার পরেও কমেনি এর ব্যবসা।

অ্যাটলি পরিচালিত শাহরুখের জওয়ান ছবিটি ২০২৩ সালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, যা বক্স অফিসে ৬৪০ কোটি আয় করেছিল। এরপরই ছিল পাঠান, যা ৫৪৩ দশমিক ০৯ কোটি আয় করেছিল।

এবার সেটিকে ছাপিয়ে ৩০তম দিনে এক দশমিক ৩৫ কোটি আয় করে রণবীর কাপুরের অ্যানিমেল ৫৪৩ দশমিক ২২ কোটি আয় করে ফেলে।

অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরিসহ অনেকেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন