English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

শারীরিক নির্যাতনের শিকার হওয়া কোনো মজার ব্যাপার না: পুনম পাণ্ডে

- Advertisements -

২০২০ সালে বিয়ের এক সপ্তাহ পরেই স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে।

গেল বছরের নভেম্বরেও স্বামীর কাছ থেকে ভয়ংকর শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা জানান পুনম। তখন তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের একটি হাসপাতালে, স্যাম বম্বেকে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘ নীরবতার পর অবশেষে স্বামীর হাতে নির্যাতিত হওয়া নিয়ে মুখ খুললেন।

জানালেন, তাঁর নির্যাতনের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছে তাতে ভীষণ মর্মাহত তিনি।
পুনম বলেন, ‘কোনো নারীই এ ধরনের ঘটনার মধ্য দিয়ে যেতে চায় না। আমি তাকে বিয়ে করি, এরপর যা হয় তা খুবই দুর্ভাগ্যজনক। এটা কোনো হালকা বা মজার ব্যাপার না। আমি এখন একা এবং সঙ্গী হিসেবে কাউকে খুঁজছিও না। ’বিজ্ঞাপন নির্মাতা স্যাম অক্ষয় কুমার, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনসহ অনেক প্রথম সারির তারকার সঙ্গে কাজ করেছেন।

শিগগিরই কঙ্গনা রানাওয়াতের সঞ্চালনায় নতুন রিয়ালিটি শো ‌’লক আপ’-এ দেখা যাবে তাকে। একতার ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে দেখা যাবে এই শো। সেই শোয়ে এক ঝাঁক তারকাকে থাকতে হবে কঙ্গনার জেলে। যেখানে কঙ্গনার নির্দেশেই চলতে হবে তাদের।

২৭ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই শো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন