শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে হিন্দু ধর্ম অনুসরণকারী শিল্পীদের মধ্যে নগদ টাকা ও উপহার সামগ্রী প্রদান করা হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন—আমরা ঈদে শিল্পীদের ঈদ উপহার দিয়েছি, এবার পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপহার দেব। এটা শিল্পীদের জন্য সম্মানের। তাদের প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা থেকেই এই উপহার। আশা করছি, শিল্পীরা নিজের সমিতির উপহার পেয়ে খুশি হবেন।
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি শিল্পীদের ঈদ ও পূজায় উপহার দিয়েছে। এছাড়া করোনাকালে বেশ কয়েকবার অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করছে শিল্পী সমিতি। তাছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি (সিডাব), ক্যামেরাম্যান সমিতি, ড্রেসম্যান সমিতিতে আর্থিক সহায়তা করে শিল্পী সমিতি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন