বলিউড অভিনেতা রণবীর কাপুর। দীর্ঘ দিন পর পর্দায় ফিরতে চলেছেন। ফিরেই চমক দেখলােন ভক্তদের। ২২ জুন মুক্তি পেয়েছে ‘শামসেরা’ সিনেমার টিজার।
সম্পূর্ণ ট্রেলার মুক্তি পাবে ২৪ জুন। টিজারটি এক মিনিট ২১ সেকেন্ডের ছিল। প্রকাশের পরপরই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এটি।
ভক্তরাও অপেক্ষায় রয়েছেন সিনেমাটির জন্য। প্রিয় তারকাকে দেখার জন্য ভক্তদের এ অপেক্ষা যেন শেষ হবার নয়।
টিজারে দেখা যায় যোদ্ধা শামসেরার বেশে রণবীর কাপুরকে। সিনেমায় কাল্পনিক শহর কাজারের বাসিন্দাদের অত্যাচারী শাসক সঞ্জয় দত্তের হাত থেকে বাঁচানোই তার জীবনের অন্যতম লক্ষ্য।
করণ মালহোত্রা পরিচালিত, সিনেমাতে আরও আছেন বাণী কাপুর, রনিত রায় ও সঞ্চয় দত্ত। তবে বিগ বাজেটের এই সিনেমাটির জন্য অভিনেতা অভিনেত্রীরা কে কত পারিশ্রমিক নিয়েছেন শুনলে অবাক হবেন।
রণবীর কাপুর এ সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যা ছবিটির মোট বাজেটের বড় একটি অংশ।