English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

শানের সঙ্গে নীলা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড গায়ক শানের সঙ্গে গাইলেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কণ্ঠশিল্পী নীলা। যদিও নীলা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাস করেন। সেখান থেকেই গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে শান মিউজিক থেকে গানটি প্রকাশ হয়েছে। এতে মডেল হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় দুই তারকা ঋষভ বসু ও উষশী।

শান বলিউড গায়ক হলেও বাংলা ভাষার গানে তার নিয়মিত যাতায়াত রয়েছে। ‘তুমি ভালোবাসার কথা বললে, স্বপ্ন মনে জাগে, তুমি পথের সাথি হয়ে চললে ভীষণ ভালো লাগে’ এমন কথায় গানটি লিখেছেন কবির বকুল। সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। গানটিতে মিক্স ও মাস্টারিং করেছেন গণেশ সুরভি।

গান সম্পর্কে শান বলেন, ‘নীলার গলা খুব মিষ্টি। ওর সঙ্গে দারুণ রোমান্টিক গানটি করে আরাম পেয়েছি। আমি আশাবাদী স্বপ্ন মনে জাগে গানটি শ্রোতাদের মন জয় করবে।’

নীলা বলেন, ‘শানের সঙ্গে গান করাটা স্বপ্নের মতো। তিনি এত জনপ্রিয় একজন গায়ক, যার ভক্ত উপমহাদেশজুড়ে ছড়িয়ে। আমি নিজেও তার ভক্ত। খুব ভালো লাগছে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিতে পেরে। আমার বিশ্বাস, এ গান বাংলা ভাষার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন