English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

শাকিব খানের নামে সমন জারি

- Advertisements -

নাসিম রুমি: মানহানির অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (০৯ মে) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেনে বিষয়টি।

তিনি বলেন, গত ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে প্রযোজক রহমত উল্লাহ আইনজীবীর মাধ্যমে মামলা করেন।

শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি এ মামলায় বাদী কোর্ট ফি দাখিল করলে ৮ মে আদালত বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মের মধে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

গত ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে শাকিব খানের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে বাদী হয়ে মামলা করেন রহমত উল্লাহ। বাদীর জবানবন্দি গ্রহণের পর পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত।

এর আগে সংবাদমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করেন শাকিব খান। সেই প্রেক্ষিতে রহমত উল্লাহর পক্ষে তার আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠান চিত্রনায়ককে।

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
মোঃ রবিউল আলম
মোঃ রবিউল আলম
1 year ago

আমরা বাংঙ্গালিরা এভাবেই দেশের সম্পদ ও প্রতিবা ধ্বংস করে থাকি,

Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন