নাসিম রুমি: ঢাকাই সিনেমায় আলোচিত নায়িকা শবনম বুবলী। যিনি সিনেমা জগতে যতটা খ্যাতি পেয়েছেন, তার থেকে বেশি আলোচিত হয়েছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী কাণ্ডে। সমসাময়িক আলোচিত বিষয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন এ চিত্রনায়িকা। সেখানে সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা বুবলী।
শাকিব খান প্রশ্নে চিত্রনায়িকা বুবলী বলেন, শাকিব খানের জায়গায় অন্য কারোর তুলনা হয় না। উনার জায়গায় উনি কিং খান। এ জন্যই তো ১০০টি হল নিয়ে রাজত্ব করছেন তিনি। আমাদের দেশের যিনি শীর্ষ নায়ক, তিনি বহু বছর থেকে সুপারস্টার। উনি এতোটাই ভালো অভিনেতা, যেন উনার সঙ্গে আমাদের কারোরই তুলনা চলে না। উনি খুব সৎ মানুষ। উনার জায়গা কিং খান, এটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না।
প্রসঙ্গত, ২০১৯ সালে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি হন শবনম বুবলী। সর্বশেষ চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাতেও শাকিব ও বুবলীকে এক জুটিতে দেখা গেছে। সেখানে শাকিব-বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।