নাসিম রুমি: বছরের অন্যতম আলোচিত ‘তুফান’ সিনেমার শুট চলছে কলকাতায়। শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তি প্রস্তুতি চলছে। আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
আলোচনা চলছিল, ‘তুফান’ সিনেমার ভিলেন নিয়ে। দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে, এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। এর আগে এই গুঞ্জন ছিল আফরান নিশোকে নিয়ে।
তবে এসব গুঞ্জনে পানি ঢেলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করে জানাচ্ছে, শাকিবের ‘তুফান’ সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী।