কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার গতকাল সকালে মৃত্যুবরণ করেছেন। আজ তাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটে’র উদ্যোগে মঞ্চ তৈরি করা হয়েছে।
রাতে তার মরদেহ রাখা হয়েছিল হাসপাতালের হিমঘরে। সব আনুষ্ঠানিকতা শেষে আজ সকাল ১০ টা নাগাদ গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারে।
এখানে তাকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার। তাকে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন নানা স্তরের মানুষ।
সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর এফডিসিতে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গনে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে তাকে।