শহীদ জননী জাহানারা ইমামের ওপর নির্মিত ০৪ (চার) টি তথ্যচিত্র তাঁর ছোট সন্তান বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়েছেন। শহীদ জননী জাহানারা ইমামের সন্তান সাইফ ইমাম জামী আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে মাহাপরিচালক মো: নিজামূল কবীর এর হাতে আজ হস্তান্তর করেন। এ সময় উপস্হিত ছিলেন , মুক্তিযুদ্ধ বিষয়ক ফুটেজ সংগ্রহের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ।
এসব তথ্যচিত্রে শহীদ জননীর জীবনের বিভিন্ন ঘটনাবলীর চিত্র ও তাঁর সন্তান বীর মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রাসঙ্গিক ঘটনাবলী রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাহানারা ইমামের ছেলে মুক্তিযোদ্ধা শাফী ইহাম রুমী শহীদ হন। এছাড়া যুদ্ধের সময় তাঁর স্বামী প্রকৌশলী শরীফুল ইমাম আহম্মেদকে পাকবাহিনী নির্যাতন করে এবং ১৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। স্বাধীনতার পর তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে তাঁর পুত্রের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং তার মৃত্যু ও অন্যান্য বিষয় নিয়ে বিখ্যাত গ্রন্ত একাত্তুরের দিনগুলি রচনা করেন।