English

22 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

শর্ত দিয়ে বানসালির সিনেমায় রণবীর!

- Advertisements -

নবীন কোনও নির্মাতা হলে হয়ত বিষয়টা সহজভাবেই নিতেন অনেকে। তবে সঞ্জয়লীলা বানসালির ক্ষেত্রেও যদি এরকম ঘটে, তাহলে সেটা খবরের শিরোনামে বিশেষ জায়গা করে নেবেই। তাই হলো। বানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ যুক্ত হয়েছেন রণবীর কাপুর। কিন্তু নিজের দেওয়া কিছু শর্তে!

এই সুযোগে বলে নেওয়া দরকার, বলিউডে রণবীরের অভিষেক হয়েছিল ২০০৭ সালে এই বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে।

এরপর আর কোনও ছবিতে কাজ করেননি তারা। দীর্ঘ ১৭ বছর পর ফের এক হলেন। রণবীর এখন বলিউডের সুপারস্টার; আর বানসালিও কিংবদন্তির পর্যায়ে চলে গেছেন। তবে অবাক করার মতো বিষয় হলো, এই বানসালির ছবিতে যুক্ত হতেই কিছু শর্ত বেঁধে দিয়েছেন কাপুর খানদানের যোগ্য উত্তরসূরি। কত দিন, কত ঘণ্টা, কীভাবে শুটিং করবেন; এসব নিজের পছন্দেই সাজিয়ে নিয়েছেন রণবীর। এমনটাই উঠে এলো বলিউড হাঙ্গামার রিপোর্টে।

একটি ঘনিষ্ঠ সূত্রের মতে, “রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় প্রথমে ‘বাইজু বাওরা’ ছবির কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সেটার গল্প পছন্দ হয়নি অভিনেতার। এরপর ‘লাভ অ্যান্ড ওয়ার’র গল্প নিয়ে হাজির হন তার দুয়ারে। এবার রাজি হন রণবীর। সঙ্গে আলিয়া ভাট ও ভিকি কৌশল।”

যেখানে সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করতে বলিউডের প্রায় সব অভিনয়শিল্পী মুখিয়ে থাকেন, সেই নির্মাতাকেই শর্ত দিয়েছেন রণবীর। ওই সূত্রের দাবি, “সাওয়ারিয়া’র সময় রণবীর নবীন ছিলেন, এখন তিনি সুপারস্টার। তাই নিজের বেশ কিছু শর্ত দিয়েছেন। এ জন্য নির্মাতারা কথা দিয়েছেন, নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং এবং ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে শেষ হবে। এরপর আগস্ট থেকে অন্য ছবির জন্য শিডিউল দিয়ে রেখেছেন রণবীর। তাই এর আগেই শুটিং শেষ করতে বলেছেন বানসালিকে।”

তাই নয়, দিনে কত ঘণ্টা শুটিং করবেন, সেটাও বলে দিয়েছেন রণবীর। ‘সাওয়ারিয়া’র সময় নাকি অনিশ্চিতভাবে কাজ করতে হয়েছিল তাকে। এখন আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না অভিনেতা। এছাড়া শুটিং সেটে পর্যাপ্ত গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখার কথাও সাফ জানিয়ে দিয়েছেন ‘বরফি’ তারকা।

প্রসঙ্গত, রণবীর কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবিতে। এটি গেলো বছরের ১ ডিসেম্বর মুক্তি পায় এবং বক্স অফিসে রেকর্ড গড়ে ৯১৭ কোটি রুপির বেশি আয় করে। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সম্প্রতি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন