ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। একইসঙ্গে দক্ষিণী, বলিউড ও বাংলা ছাড়াও বিভিন্ন ইন্ড্রাস্টিতে কাজ করেছেন তিনি।
গায়ের রং নিয়েও সমালোচনা মুখে পড়তে হয়েছে রাধিকাকে। অভিনেত্রীর কথায়, চুল রং করার সিদ্ধান্ত নিতে ৩০ বছর কাটিয়ে ফেলেছি আমি। আমি নিজের গায়ে ইনজেকশন পর্যন্ত ছোঁয়াব না, সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই কখনো এসব পরামর্শ নিয়ে চাপ নিইনি। তবে প্রচণ্ড রাগ হতো।
তবে কারো পরামর্শ অনুযায়ী নিজেকে বদলাতে রাজি নন রাধিকা। আর সেই কারণেই এই ধরনের মন্তব্যগুলোকে পাশ কাটিয়ে গিয়েছেন তিনি। নিজের মতোই কাজ করে গেছেন এই অভিনেত্রী।