নাসিম রুমি: শম্পা রেজা। তিনি একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও কণ্ঠশিল্পী। ১৯৫৮ সালের ১৭ ফেব্রুয়ারি কুমিল্লায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। এবার ৬৭ বছরে পা দিলেন শম্পা রেজা। জীবনের বিশেষ দিনটি সাদামাটাভাবেই কাটাতে পছন্দ করেন এই অভিনেত্রী। যার জন্য জন্মদিন ঘিরে কখনোই আয়োজন রাখেননা তিনি।
১৯৭৫ সালে দশম শ্রেণিতে পড়াকালীন অভিনয় জীবন শুরু করেন শম্পা রেজা। সেলিম আল দীন পরিচালিত ‘অস্ত্রোতগন্ধ’ নাটকটিতে অভিনয় করে সাফল্য অর্জন করেন। ২০১১ সালে প্রথম ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয় করেন। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ সিনেমায়।
আশির দশকের দর্শকপ্রিয় অভিনেত্রী-গায়িকা শম্পা রেজা এখনও সমান তালে কাজ করে যাচ্ছেন। আজও অভিনয়, সঙ্গীত, উপস্থাপনা দিয়ে দর্শকদের বিনোদিত করছেন। লেখালেখিতেও রয়েছে তার মুন্সিয়ানা।