প্রায় ১১ মাস লোকচক্ষুর আড়ালে ছিলেন। এ সময়টাতে নিজের লুক পুরোটাই বদলে ফেলেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন তিনি। নতুন বছরে নতুন লুকে ধরা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন নায়িকা। এরপর নিয়মিত ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
রবিবার কোঁকড়ানো চুলে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, শব্দ যা বলে, চোখ তার চেয়েও বেশি কিছু বলে দেয়।
বছরের প্রথম দিনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন ছবি পোস্ট করেন বুবলি। সেই পোস্টে এই চিত্রতারকা লিখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! নতুন লুক দিয়েই শুরু করলাম নতুন বছরটা।