English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
- Advertisement -

লুকিয়ে ‘দাগি’ দেখলেন নিশো, ধরা পড়লেন ক্যামেরায়

- Advertisements -

নাসিম রুমি: লম্বা বিরতি দিয়ে আবারও রাজকীয় প্রত্যাবর্তনে সিনেমায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মাঝে সাড়া জাগাচ্ছে ‘দাগি’। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাপ্রেমীরা এ সিনেমার বেশ প্রশংসা করেছেন।

এদিকে নিজের সিনেমা নিয়ে দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে চাইলেন তারকা অভিনেতা আফরান নিশো। তাই মাস্ক মুখে লুকিয়ে গতকাল সিনেপ্লেক্সে চলে গেলেন ‘দাগি’ দেখতে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হাউজফুল ছবি দেখার ফাঁকে মাস্ক খুলতেই ক্যামেরায় ধরা পড়লেন তিনি।

পরে সাংবাদিকদের কাছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ নিয়ে প্রকাশ করলেন উচ্ছ্বাস। নিশো বলেন, ‘সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ এবং ভালোবাসা ‘দাগি’ টিমের ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।’

‘থিয়েটার থেকে বের হয়ে দর্শক যে তৃপ্তি নিয়ে উল্লাস প্রকাশ করছে, এটাই আমাদের অর্জন। তাই লুকিয়ে সিনেমাটি বড় পর্দায় আমি দেখতে গিয়েছিলাম। কারণ কাছ থেকে দর্শক প্রতিক্রিয়া অনুভব করার সুযোগটি আমি হাত ছাড়া করতে চাইনি’, যোগ করেন নিশো।

ছোট পর্দা থেকে ওটিটিতে দুই বাংলায় সাড়া জাগানো এ অভিনেতা আরও বলেন, ‘সিনেমা হলে গিয়ে যখন প্রতি সংলাপে সংলাপে দর্শকদের অনুভূতি দেখেছি, তখনই মনে হয়েছে এবারের ঈদ ভাল কাটবে। এ ছাড়া বড় পর্দায় ‘দাগি’ দেখিনি আমি। তাই নিজেকেও দেখতে গিয়েছিলাম, ‘দাগি’তে বড় পর্দায় আমাকে কেমন লাগছে। সবকিছু মিলিয়ে- আলহামদুলিল্লাহ!’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন