সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় লিবিয়ার জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা নিহত হয়েছেন। গত শনিবার এই ঘটনা ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত কৌতুক অভিনেতার নাম মুস্তাফা বারাকা। শনিবারের সংঘর্ষের ঘটনায় নারীসহ ৩২ জন নিহত হয়। বিগত কয়েক বছরের মধ্যে এটি ভয়াবহ সংঘর্ষ ছিল।
আল জাজিরার খবর অনুসারে, বারাকা কৌতুক অভিনেতা হিসেবে লিবিয়ায় বেশ জনপ্রিয়। তিনি টেলিভিশনে হাজির হতেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় ছিলেন। লিবিয়ায় ধারাবাহিক সংঘর্ষ এবং দুর্নীতির জন্য দেশের রাজনৈতিকদের তিনি ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করতেন।
শনিবার দুই দল মিলিশিয়ার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বারাকা ভিডিও ধারণ করার সিদ্ধান্ত নেন। ইন্সটাগ্রামে লাইভ করার সময় তিনি বলেন, আমি নিহত হওয়ার আগের চিত্র। এরপর একটি গুলি তার বুকে লাগে এবং তিনি নিহত হন।
ত্রিপলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকারের মিলিশিয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী ফাতহি বাসাগার অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়।