English

20 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

লিপু খন্দকারের কথায়, মিউজিক, সুর ও গাইলেন হালিম

- Advertisements -

লিপু খন্দকারের কথায়, সুর ও মিউজিকে প্রথমবারের মতো গাইলেন এই সময়ের জনপ্রিয় শিল্পী হালিম আরমান। সম্প্রতি এইচকে মাল্টিমিডিয়া স্টুডিওতে ‘আমার দুইনয়নে’ শিরোনামের গানটি রেকর্ড হয়। গানটি প্রসঙ্গে শিল্পী হালিম বলেন, ‘আমার দুইনয়নে’ গানটি দিয়ে আমি নিজেকে এগিয়ে নিতে চাই।

আশা করি গানটি আমার জীবনের মাইল ফলক হবে। গানটি লেখার জন্য লিপু খন্দকার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। গানটি শ্রোতাদের ভাল লাগলেই আমার শ্রমের সার্থকতা মিলবে। এ প্রসঙ্গে গীতিকার লিপু খন্দকার বলেন, আমি মাঝে মাঝেই কবিতা লিখি।

এরই ধারাবাহিকতায় আমার লেখা প্রথম গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হালিম আরমান। তিনি এখন নিজেই মিউজিক ও সুর করেন। আমার এই গানটির অসাধারণ মিউজিক ও সুর করেছেন হালিম।

এবং গায়কীটাও অসাধারণ হয়েছে। গানটি মিউজিক ভিডিওটি খুবই শিগগিরই নির্মাণ করা হবে। আশা করি গানটি গানভক্ত শ্রোতাদের ভাল লাগবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন