লাবু মাফরুর নতুন বছরের যাত্রা শুরু তোকে শুধু চাই গানের শিরোনামে। নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি ব্যাপক সারা ফেলেছে দর্শক হৃদয়ে। শিল্পীর নিজের কথা এবং সুরে গানটি নিজের কন্ঠেই ধারণ করেছেন।
তার অধিকাংশ গানই তার নিজের সুরে গাওয়া। এছাড়াও তিনি বিখ্যাত সুরকার গীতিকারদের ও গান গেয়েছেন অসংখ্য। সুরকার শেখ সাদী খান এবং বাসুদেব ঘোষ তাদের মধ্যে অন্যতম। তাদের আশীর্বাদ নিয়েই লাবুর সংগীত জীবনের পথচলা।
সংগীত পরিবারে বেড়ে ওঠা লাবু মাফরুর পরিবারের সকলেই গানের সাথে সম্পৃক্ত। মা-বাবা, ভাই এবং তিনি নিজেও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। দর্শকদের আশীর্বাদ এবং দোয়া পেলে লাবু মাফরু আরো ভালো ভালো গান করার উৎসাহ পাবেন।
পরিশেষে দর্শকদের কাছে শিল্পীর একটি আবেদন আপনারা বেশি বেশি বাংলা গান শুনুন বাংলাকে ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরুন।