English

26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

লস অ্যাঞ্জেলেস থেকে অভিনেত্রী নিখোঁজ

- Advertisements -

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ‘গসিপ গার্ল’ খ্যাত অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কসকে (৩৬) গায়েব! প্রায় দুই সপ্তাহ ধরে তার কোনো খোঁজ মিলছে না। অভিনেত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, তার খোঁজে দিশেহারা পরিবারের সদস্যরা।

তাদের অভিযোগ, নিখোঁজ অভিনেত্রীকে খুঁজে পেতে পুলিশকে কোনো প্রকার সহায়তা করছেন না।

সর্বশেষ ৩০ অক্টোবর ড্যানিয়েল-টরি সিং নামের এক কাজিনকে টেক্সট করেছিলেন চ্যানেল ব্যাঙ্কস। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

বোনকে খুঁজে পেতে ইতোমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ড্যানিয়েল। এ ছাড়া দ্রুত যেন তাকে খুঁজে পাওয়া, সেজন্য একটি তহবিল সংগ্রহেরও উদ্যোগ নিয়েছেন তিনি।

অভিনেত্রীর স্বামীর ভাষ্য, তিনি তাকে খুঁজে পেতে চান না! এমনকি নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টারগুলোও সরিয়ে নিচ্ছেন। এরপরই কানাডা থেকে লস অ্যাঞ্জেলেসে ছুটে এসেছেন অভিনেত্রীর মা জুডি সিং ও কাজিন ড্যানিয়েল।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭ নিউজকে ড্যানিয়েল বলেন, ‘পাঁচ দিন ধরে আমার কাজিনের খোঁজ-খবর না পাওয়াটা ছিল বিপদের আভাস।’

তিনি আরও বলেন, ‘আমার বা তার মায়ের সঙ্গে ৪৮ ঘণ্টার বেশি কথা না বলে কখনও থাকতে পারে না সে। ও আমার বড় বোনের মতো।’

ড্যানিয়েলের ভাষ্য, ‘তার স্বামী অত্যন্ত সন্দেহজনক। তিনি এলএপিডিকে (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) সাহায্য করতে ইচ্ছুক নন। আমাকে বা তার মাকেও সাহায্য করতে ইচ্ছুক নন।’

প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এক বছর ধরে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন চ্যানেল। এ ঘটনার পর গত ১০ নভেম্বর চ্যানেলের বাসায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখানে তার কুকুর ও গাড়ি আগের মতোই রয়েছে। তবে ফোন ও ল্যাপটপের কোনো হদিস পাওয়া যায়নি।

‘গসিপ গার্ল’ ও ‘ব্লু ব্লাডস’ টিভি সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন চ্যানেল ব্যাঙ্কস। এ ছাড়া ‘টুয়েলভ’ নামের একটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন