নাসিম রুমি: ত্রিশে পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের অন্যতম সাড়া জাগানো এই অভিনেত্রীর জন্মদিন ১৫ মার্চ। গত বছরটি আলিয়ার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। অভিনেত্রী থেকে প্রযোজকে উত্তরণ, সে বছরই রণবীর কপূরের সঙ্গে বিয়ে। বছর শেষে জীবনে মেয়ে রাহার আগমন। এবার ৩০তম জন্মদিনে বিশেষ কিছু আয়োজন যে হবে, তা আন্দাজ করেছিলেন অনেকেই।
স্ত্রীর জন্মদিনে সপরিবারে লন্ডনে পাড়ি দিলেন রণবীর কপূর। আলিয়া নিজের নতুন সিনেমার শুটিং শেষে করে ফেলেছেন। অন্যদিকে রণবীরের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কর’ও মু্ক্তি পেয়ে গিয়েছে।
অভিনেতা নিজেই জানিয়েছিলেন, এই সিনেমা মুক্তির পর পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান। সেই কারণে বেশ কিছু দিন অভিনয় থেকে বিরতি নেবেন তিনি।
কিন্তু স্ত্রীর জন্মদিনে কী দিলেন অভিনেতা? কপূর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, আলিয়ার জন্মদিনের মধ্যরাত থেকেই উদযাপন শুরু হয়ে গেছে। রাহার মা লেখা বিশেষ ধরনের কেক আনা হচ্ছে আলিয়ার জন্য। আপাতত কয়েকদিন অন্তরালে থাকবেন আলিয়া-রণবীর।
এদিকে পুত্রবধূর জন্মদিনে শাশুড়ি নীতু কপূর আলিয়ার ছবি পোস্ট লেখেন, ‘হ্যাপি বার্থডে বউরানি।’