ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মাকে আক্রমণ করে টুইট করেছিলেন কঙ্গনা রনৌত। তার সেই টুইট মুছে দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে পাঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন প্রদেশের কৃষকরা দিল্লি সীমান্তে বিক্ষোভ করছেন।
ভারত সরকারের করা তিনটি কৃষি আইনের দাবি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ আন্দোলন নিয়ে টুইটটি করেছিলেন রোহিত।
রোহিত টুইটারে লিখেছিলেন, আমরা যখন ঐক্যবদ্ধ হই তখন ভারত সবসময় শক্তিশালী। জাতির সমৃদ্ধিতে আমাদের কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি নিশ্চিত প্রত্যেকে একটা সমাধান বের করতে নিজের দায়িত্বটা পালন করবে।
এরপরই রোহিতকে আক্রমণ করে টুইট করেন কঙ্গনা। বিধি লঙ্ঘন করেছে- এমন অভিযোগে এনে কঙ্গনার টুইটটি মুছে দিয়েছে টুইটার।