নাসিম রুমি: ‘তুমি যেখানে আমি সেখানে’গেলো ফেব্রুয়ারি মাসেই ছবিটির ঘোষণা দিয়েছেন নির্মাতা। এরপর জানিয়েছেন, ছবিতে নায়িকা চরিত্রে থাকছেন শবনম বুবলী। এবার যুক্ত হলেন নায়ক জিয়াউল রোশান। বুধবার (৮ মার্চ) রাতে তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হন। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
তিনি জানান, বরাবরের মতো এবারও রোমান্টিক-কমেডি ধাঁচের গল্পে সিনেমা নির্মাণ করছেন। এতে দুই প্রতারকের ভূমিকায় অভিনয় করবেন রোশান-বুবলী। যারা ধনীদের ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নেয়। এরপর তা গরিবদের মাঝে বিলিয়ে দেয়।
ছবিটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে থাকছেন মিশা সওদাগর। এছাড়াও আফজাল শরীফ, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ দেশের বেশ কয়েকজন কমেডি অভিনেতাকে দেখা যাবে এখানে। অর্থাৎ হাস্যরসের সব রকম ব্যবস্থাই রাখা হচ্ছে।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘কমেডি ছবি বানানো কঠিন। কিন্তু এই কাজটিই আমার ভালো লাগে। আর দর্শকও আমার এই ধরনের সিনেমাগুলো ভালোবেসে গ্রহণ করেছেন। প্রস্তুতির জায়গায় আমরা ঘাটতি রাখছি না। গল্প-চিত্রনাট্যে সময় দিচ্ছি। আশা করছি দারুণ কিছুই হবে।’
ছবিটি প্রযোজনা করছে নীলাঞ্জনা প্রোডাকশন। এর সংগীত পরিচালনায় থাকছেন কলকাতার শ্রী প্রীতম। গানে পাওয়া যাবে কুমার শানুর মতো কিংবদন্তিকে। শুটিং ঢাকাতেই হবে। তবে গানের জন্য রোশান-বুবলীকে নিয়ে বান্দরবান, রাঙামাটি ও সেন্টমার্টিনে উড়াল দেবেন নির্মাতা দেবাশীষ ও তার দল।