সঙ্গীত তারকা হ্যারি স্টাইলস দ্বারা অনুপ্রাণিত ফ্যান-ফিকশন বই ‘দ্য আইডিয়া অফ ইউ’ এর উপর ভিত্তি করে আসন্ন সিনেমা ‘দ্য আইডিয়া অফ ইউ’ এর নাম ভূমিকায় করবেন অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ‘দ্য বিগ সিক’ এবং ‘দ্য আইস অফ ট্যামি ফা’ এর মতো হিট সিনেমার নির্মাতা মাইকেল শোলটার এই সিনেমাটি পরিচালনা করবেন বলে জানিয়েছে বিনোদন সংবাদ সংস্থা ‘ডেডলাইন’।
লেখক রবিন লি এর লেখা ‘দ্য আইডিয়া অফ ইউ’ মুলত ৪০ বছর বয়সী তালাকপ্রাপ্ত মা সোফির গল্প নিয়ে লেখা।
জেনিফার ওয়েস্টফেল্ড এই রোমান্স ড্রামাটির স্ক্রিপ্ট লিখেছেন এবং তিনি এতে একজন নির্বাহী প্রযোজক হিসাবেও কাজ করবেন।
অক্টোবরে প্রযোজনা শুরু হতে যাওয়া সিনেমাটি প্রযোজনা করবেন হ্যাথাওয়ে, লি ক্যাথি শুলম্যান, গ্যাব্রিয়েল ইউনিয়ন, কিয়ান গাস, এরিক হেইস এবং জর্দানা মলিক।