নাসিম রুমি: ’৯০ দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী টাবু। দীর্ঘসময় ধরে এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। কাজ করেছেন জনপ্রিয় সব তারকা ও নির্মাতার সঙ্গে। এবার আরও একটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। নাম ‘অর মে কাহা দম থা’। এটি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ আগস্ট। এর আগে একাধিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
সিনেমাটির একটি মোশন ভিডিও প্রকাশ করে মুক্তির নতুন তারিখ জানান টাবু। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে মুক্তির তারিখ জানা গেল। আগস্টের ২ তারিখ সিনেমাটি সবার জন্য বড় পর্দায় আসছে। দেখার অনুরোধ রইল।’
নতুন সিনেমা নিয়ে টাবু বলেন, ‘ভালোবাসার গল্প সবসময়ই আমার কাছে ভালো লাগে। কারণ এই গল্পগুলো মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আমি বলতে গেলে রোমান্টিক গল্পের অনেক বড় ভক্ত। সেই জায়গা থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। এরই মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন। ডাবিংও অনেকটা শেষ। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছুদিনের মধ্যেই আমরা প্রচারণায় নামব।’
সিনেমায় টাবুর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা অজয় দেবগন। এটি একটি মিউজিক্যাল রোমান্টিক সিনেমা।
টাবু ও অজয় ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিমি শেরগিল, সাই মাঞ্জেকর, শান্তনু মাহেশওয়ারি, কুশাল শাহসহ অনেকে।
এ বছর টাবুর আরও একটি সিনেমা মুক্তি পায়। ‘ত্রুু’ শিরোনামের এই সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেন কারিনা কাপুর, কৃতি শ্যানন।