English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

রেগে গেলেন মিশা

- Advertisements -

নাসিম রুমি: বৃহস্পতিবার এফডিসিতে ইফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিশা সওদাগর। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি প্রার্থী তিনি।

সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি কী মিশা-ডিপজল প্যানেলে নির্বাচন করছেন? প্রশ্ন শুনেই মেজাজ হারান মিশা।

তিনি বলেন, এখানে রোজিনা, সুচরিতা থাকতে তোমরা কেন মাহিকে নিয়ে প্রশ্ন করছো? তোমার বাবারা যাদের সিনেমা দেখেছে তারা স্টেজে বসা। তাদের নিয়ে প্রশ্ন কর। সাকিব আল হাসান থাকতে মেহেদী মিরাজকে কেউ প্রশ্ন করে।

গতকাল সকাল থেকেই সংবাদমাধ্যমে আসে মাহিয়া মাহি নির্বাচন করবেন। তবে মাহির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

জানা গেছে, মিশা-ডিপজলের পক্ষ থেকে মাহিয়া নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে মাহিকে নিয়ে প্রশ্নের শুরুতেই মিশা সাংবাদিকদের উদ্দেশ করে বলছিলেন, মিডিয়াকে তো আমরা আসতে বলিনি। সব প্রশ্ন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মিশার এমন আচরণ ভালো চোখে দেখছে না অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা। তাদের ভাষ্য, সমিতির সভাপতি হওয়ার আগেই মিশা ভাই এমন করছেন সভাপতি নির্বাচিত হলে না জানি কী করেন। কেউ বলেছেন সাংবাদিকরা কী মিশার পছন্দ মতো প্রশ্ন নিয়ে যাবে। ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন