নাসিম রুমি: ইতোমধ্যে ‘পাঠান’ ৯০০ কোটি পার করেছে। এসবের মাঝেই শাহরুখ খানকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রূপচর্চায় মগ্ন থাকতে দেখা গেছে।
আর পেছনের কাহিনী হচ্ছে- দীপিকা নিজের স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করেছেন। দীপিকার ভিডিওতে শাহরুখ একেক করে ক্লিনজার থেকে ক্রিম সবকটা দীপিকার পাশে দাঁড়িয়ে তার নির্দেশ অনুযায়ী মুখে মাখলেন। শুধু তাই নয়, ‘পাঠান’ অভিনেত্রীর সঙ্গে মজার করার সুযোগও ছাড়লেন না খান সাহেব।
বলিউড মাস্তানিও শাহরুখকে বললেন, ‘আশা করি এই ভিডিও দেখে তোমার স্ত্রী আর সন্তানরা খুব খুশি হবে। জীবনে অন্তত একটা দিন নিজের ত্বকের ঠিকঠাক চর্চা করলে..!’
এর পাল্টা উত্তরে কিং খানের রসিকতা করে বললেন, ‘হ্যাঁ গৌরী আমাকে চিনতে পারলে হয়।’ এরপরই শাহরুখ এমন একটা কথা বললেন ক্যামেরা, যা বলার আগে নিজেই জিভ কাটলেন!
বললেন- ‘এটা শুনলে হয়তো অনেকে খারাপ মনে করতে পারেন..।’রূপচর্চার শেষে দীপিকার দিকে তাকিয়ে খান সাহেব বললেন, ‘এবার ওকে পোশাক বদলাতে শেখাবো।’ যা শুনে লজ্জায় রাঙা হয়ে ক্যামেরা থেকে সরে গেলেন দীপিকা।