English

16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

রাতের শুটিং করতে পছন্দ করি না: সাই পল্লবী

- Advertisements -
দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় নাম সাই পল্লবী। দক্ষিণী এই অভিনেত্রী সাবলীল অভিনয় ও বহুমুখী প্রতিভা দিয়ে ইতোমধ্যে দর্শকের মন জয় করেছেন। ধীরে ধীরে নিজের কাজ দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন সাই পল্লবী। ক্যারিয়ার শুরু থেকে বেশ কিছু বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
বর্তমানে তার হাতে আছে রামায়নের মতো মেগা প্রজেক্ট। আর এজন্য নিজেকে ঢেলে সাজাচ্ছেন অভিনেত্রী। পরিশ্রম করতে পিছ পা হন না তিনি। টানা শুটিং করে ক্লান্ত হয়ে পড়ার অভ্যাসও রয়েছে অভিনেত্রীর।
সম্প্রতি রামায়ণের শুটিং সেট থেকেই জানালেন নিজের পরিশ্রমের কথা। 

২০২১ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘শ্যাম সিংহ রায়’। এতে সাইয়ের বিপরীতে ছিলেন অভিনেতা ন্যানি। অন স্ক্রিনে তাদের জুটি পছন্দ করে দর্শক।

সেই সঙ্গে সিনেমাটিও হিট হয়েছিল। বর্তমানে সাই শুটিং করছেন নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণে। সেই সূত্রেই নানা কথায় উঠে আসে শ্যাম সিংহ রায়ের শুটিং ও অন্যান্য বিষয়। এ সিনেমার মধ্য দিয়ে সাই নতুন করে দর্শকের কাছ থেকে অভিনয়ের জন্য প্রশংসিত হন। তবে তিনি জানালেন, সিনেমাটির জন্য ক্রমাগত কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন সাই।

শ্যাম সিংহ রায় সিনেমায় সাইয়ের চরিত্রটি ছিল একটি মন্দিরের সেবাদাসীর। সে কারণেই বেশির ভাগ দৃশ্য ছিল রাতের। নাচের একাধিক নাম্বার ছিল সিনেমাটিতে। এসব শুট সময় নিত অনেক বেশি। সে কারণে প্রায় টানা ৩০ দিন শুটিং করতে হয়েছে। ঠিকমতো ঘুমাতে পারেননি সাই। গ্যালাটা প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্যাম সিংহ রায়ে কাজ করার সময় আমি কোনোমতে ওই দিনের কাজটা শেষ করতে পারলেই বাঁচতাম। বেশির ভাগ দৃশ্য ছিল রাতের। আমি রাতের শুটিং করতে পছন্দ করি না। কিন্তু এখানে করতে হয়েছে। দিনে ঘুমানোর অভ্যাস নেই আমার। রাতে শুট করার কারণে ঘুম হতো না। দিনেও ঘুম নেই। প্রায় এক মাস এ রকম চলার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

সিনেমাটিকে ন্যানির পাশাপাশি সাইয়ের অভিনয় প্রশংসিত। বোঝা যায়, তিনি অনেক পরিশ্রম করেছেন। তবে সাই জানান, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন। তার কথায়, ‘মনে আছে, আমি একদিন কান্নায় ভেঙে পড়ি। আমি অভিনয় করতে চাই, কিন্তু একদিন ছুটির খুব প্রয়োজন ছিল।

সামনে নীতেশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে সাই পল্লবীকে। সিনেমাটিতে রণবীর কাপুর ও যশ অভিনয় করেছেন। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। জানা গেছে, দুই কিস্তিতে মুক্তি পাবে এটি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে রামায়ণ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন