English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

রাজ আমার কাছে ঘৃনার পাত্র: পরীমণি

- Advertisements -

নাসিম রুমি: শরিফুল রাজের সঙ্গে পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখি বন্ধ। তাদের একমাত্র ছেলে পুণ্য পরীমণির কাছেই বড় হচ্ছে। এত দিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ ক য়েকবার দেশ-বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন পরী। মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রাজ আমার কাছে মৃত, ডেড।’

কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে যেন দৃশ্যপট পাল্টাচ্ছে, এমন খবরই। মাসখানেক হলো পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে।

বিষয়টি স্বীকার করেছেন পরী গণমাধ্যমে বলেন, ‘বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সে (রাজ) আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’

ছেলের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে পরী বলেন, ‘হ্যাঁ, দেখা তো হবেই। তারও তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। এই আরকি। কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।’

এই নায়িকার মন্তব্য, ‘সব কথার শেষ কথা, রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন