নাসিম রুমি: আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে এসভিএফের প্রযোজনায় মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’। এ ছাড়াও সোহমের প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবিটিতেও মিঠুনের অভিনয় করার কথা রয়েছে।
সব কিছু ঠিক মতো এগোলে রাজ চক্রবর্তীর পরিচালনায় এর পর অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবিটি পুরোপুরি অ্যাকশনধর্মী হবে বলেই শোনা যাচ্ছে। ছবির প্রযোজনার দায়িত্বে এসভিএফ। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পরে এসভিএফের সঙ্গে কাজ করবেন রাজ।
‘বলো দুগ্গা মাঈকী’ ছিল তাঁদের একসঙ্গে শেষ কাজ। ছবির পরিচালকের আসনে যখন রাজ এবং প্রযোজনায় এসভিএফ, তখন বোঝাই যাচ্ছে, বড় বাজেটের ছবি হতে চলেছে এটি। মিঠুনের প্রাথমিক ভাবে গল্প ভাল লেগেছে। বহু দিন পরে মিঠুনকে এ ধরনের ছবিতে অভিনয় করতে দেখা যাবে।
সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। সেই সময়ে অভিনেতা ব্যস্ত থাকবে। তবে সকলেই কাজটি হওয়া নিয়ে আশাবাদী।