অভিনেত্রীর আপত্তিকর স্থানে স্পর্শ করায় চড় খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। অভিনেত্রী মেঘনা হালদা দাবি করেছেন, সহ-অভিনেতার আপত্তিকর ছোঁয়ায় অস্বস্তি বোধ হতেই তিনি চড় মেরে প্রতিবাদ করেন। তবে রাজপালের দাবি, রসিকতা করে তিনি এই কাজ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তাকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে ‘রাকা’র চরিত্রে দেখা যাচ্ছে মেঘনা হালদারকে।তিনি জানিয়েছেন, বলিউডে কাজ করতে গিয়েই হেনস্তার শিকার হতে হয়েছে তাকে। জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব তার ঊরুতে হাত দিয়ে বসেন।
জবাবে থাপ্পড় মেরে বসেন মেঘনা। তবে পরের দিন সেটে আসতেই আরও খারাপ অভিজ্ঞতা হয় তার। অভিনেত্রী বলেন, ‘পরের দিনের একটি শটে আমার পোশাকের গলাবন্ধ ধরে টানার কথা ছিল রাজপাল যাদবের। সেই শট দিতে গিয়ে উনি এতটাই জোড়ে টানেন যে আমার প্রায় গলায় টান লাগতে শুরু করে।’
তবে রাজপাল যাদবের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয় যায়নি।