আফগানিস্তান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ। বলিউডের বেশ কিছু পরিচালক আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিভিন্ন সময় বলিউড ছবির শুটিংয়ের ঝুঁকি নিয়েছিলেন সে দেশে। সম্প্রতি আফগানিস্তানে আবার তালিবানদের দখল গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।
৪৬ বছর আগে আফগানিস্তানের প্রথম বলিউড ছবির শুটিং হয়েছিল। ছবির নাম ‘ধর্মাত্মা’। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। ছবিটির প্রধান অভিনেতা, পরিচালক ও প্রযোজক ছিলেন ফিরোজ খান।এক ছবির শুটের জন্য সেখানে ছিলেন ড্রিম গার্ল।একটি ভিডিওতে দেখা গিয়েছিল কাবুল বিমানবন্দরে স্থানীয়দের সঙ্গে করমর্দন করছেন হেমা ও ‘ধর্মাত্মা’ টিমের অন্যান্যরা। তাদের দেখতে কাবুল বিমানবন্দরে প্রচুর ভিড় হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছে ড্যানি ডেনজংপাকেও।
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘খুদা গাওয়া’ মুকুল এস আনন্দের পরিচালনায় এসেছিল। অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
সাইফ আলি খান ও কারিনা কাপুর অভিনীত ছবি এজেন্ট বিনোদ এর একদম শুরুর দৃশ্য তোলা হয়েছিল আফগানিস্তানের মাটিতে। ফারদিন খান এবং সেলিনা জেটলি অভিনীত রোম্যান্টিক থ্রিলার ‘জানাশিন’-র শুটিং হয়েছিল আফগানিস্তানে। সঞ্জয় দত্ত-নার্গিস ফাকরিদের নিয়ে বলিউড ছবি ‘তোরবাজ’-এর শুটিং হয়েছিল আফগানিস্তানে। কারণ এই ছবির গল্প ছিল আফগানিস্তানকে কেন্দ্র করে। আফগানিস্তানে শিশু আত্মঘাতী বোমারুদের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এ ছবির চিত্রনাট্য। কাজেই খুব স্বাভাবিক কারণেই সে দেশের মাটিতেই ছবির বেশ কিছুটা অংশ শুটিং করা হয়েছিল। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল মনীষা কৈরালা অভিনীত ‘এসকেপ ফ্রম তালিবান’ ছবিটি।
জন আব্রাহাম এবং আরশাদ ওয়ার্সি অভিনীত ছবি ‘কাবুল এক্সপ্রেস’-র একটি উল্লেখযোগ্য অংশ আফগানিস্তানের রাজধানী কাবুলে শ্যুট করা হয়েছিল। ২০০৬ সালে এই ছবিটি ছবিটি মুক্তি পাওয়ার সময় আফগানিস্তান থেকে তালেবানদের সন্ত্রাস শেষ হয়ে গিয়েছিল। গ্রীন প্যালেস, বালা হিসার ফোর্ট, দরুল আমান প্যালেস এবং পাঞ্চশির উপত্যকায় ছবির শ্যুটিং হয়েছিল।’কাবুল এক্সপ্রেস’-র পরিচালক কবির খান শুটিংয়ের এই অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছিলেন, ছবির সঙ্গে যুক্ত কলা কুশলীরা তালেবানদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছিলেন। ছবিতে আফগানিস্তানের হানিফও একটি চরিত্রে অভিনয় করেছিলেন। নিজের অভিনয় কেরিয়ার গড়ার জন্য তালিবানরা অপহরণ করে নির্মমভাবে পিটিয়েছিলেন। এই চলচ্চিত্র নির্মাণের সময় আফগান সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছিল।