শ্যুটিং ফ্লোরে ফিরছেন দেবশ্রী রায়। ব্লুজ-এর পরবর্তী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। দেবশ্রী বলেন, ‘‘১০ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছেতেই ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’’
জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর দাবি, ‘‘চিত্রনাট্য শুনে ভাল লেগেছে। চলতি ধারাবাহিকের থেকে একদম ভিন্ন স্বাদের গল্প। আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। ফলে, রাজি হয়ে গিয়েছি।’’
১০ বছর পরে ক্যামেরার মুখোমুখি। একটু ভয়, দ্বিধা কাজ করছে? ফিরে আসাটা বড় পর্দায় হলে বেশি ভাল হত? দেবশ্রীর স্পষ্ট জবাব, ‘‘আগেই বলেছি, ক্যামেরা আমার খুব ভাল বন্ধু। তাই জানি, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। সাঁতার, গান শিখলে যেমন মানুষ ভোলে না অভিনয়ও তেমনি।’’
দেবশ্রী জানিয়েছেন, সেপ্টেম্বরে বড় পর্দার শ্যুটিংও শুরু হবে। ছায়াছবির দুনিয়ায় তার প্রত্যাবর্তন ঘটবে হিন্দি ছবি দিয়ে।