English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

রাজনীতিতে পা দিচ্ছেন রচনা ব্যানার্জি?

- Advertisements -

নাসিম রুমি: ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের ভিড় ক্রমেই বাড়ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঘাসফুলে নাম লেখাতে চলেছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি!

লোকসভা নির্বাচনের আগে রচনাকে নিয়ে এমন জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবরে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন রচনা।

তিনি জানিয়েছেন, রাজনীতিতে আসার আমার ইচ্ছে আছে।

তবে রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা প্রথম নয়।

এর আগেও ২০২১ সালের নির্বাচনের সময় শোনা গিয়েছিল, রচনা নাকি তৃণমূলে যোগদান করছেন। সেবারও এই জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন দিদি নম্বর ওয়ান।

বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন রচনা। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন।

বেশ কয়েক বছর ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ছোটপর্দায় তার ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়। পাশাপাশি নিজের ফ্যাশন ব্র্যান্ডও চালু করেছেন রচনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন