নাসিম রুমি: নব্বই দশকে অডিও অ্যালবামের আধুনিক গান মানেই যেন রবি চৌধুরীর গান। ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমেই তিনি শ্রোতাপ্রিয়তা পান। এরপর ‘এক নয়নে কান্দো’, ‘পাশাপাশি’, ‘অন্তর থেকে বলছি’, ‘তুমি দু:খ পাও’, ‘অভিনন্দন’সহ একক এবং মিক্সড অ্যালবামে অনেক গানের গায়ক রবি চৌধুরী।
রবি চৌধুরীর কণ্ঠের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম বেদনার সবটুকু, আমি আজ জেনে গেছি, রিমঝিম রিমঝিম বৃষ্টি, আকাশ হারায় নীল, ভালোবাসা বহুরূপী, খুব বেশি মনে পড়ে তোমাকে, মনে হয় তোমারই জন্য, আমি অন্তর থেকে বলছি, বিরহের শয্যায় পঙ্গু হৃদয় নিয়ে, এ কেমন হৃদয় তোমার, আকাশ থকে চেয়ে নেব, কালনাগিনী ইত্যাদি।
আজ১৭ ডিসেম্বর জনপ্রিয় গায়ক রবি চৌধুরীর জন্মদিন। দেশের অডিও ইন্ডাস্ট্রির প্রখ্যাত গায়ক রবি চৌধুরী। অসংখ্য জনপ্রিয় এবং সফল গান তিনি আমাদের উপহার দিয়েছেন। ইতিমধ্যে চলচ্চিত্রের গানের মাধ্যমেও তিনি শ্রোতামন জয় করেন।