খ্যাতিমান সংগীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। গানের পাশাপাশি এ শিল্পীর রয়েছে একাধিক প্রতিভা। তিনি কবিতা, প্রবন্ধও লিখেন। এবার তার আরেকটি পরিচয় পাওয়া গেছে।
জনপ্রিয় এ সংগীতশিল্পী এবার রন্ধনশিল্পী হিসেবে দর্শকদের সামনে আবির্ভূত হচ্ছেন। ফেসবুকে তার নিজস্ব ভ্যারেফিাইড পেইজে ‘পাক ঘর’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। এরইমধ্যে সেটি জমেও উঠেছে।
কনকচাঁপা বলেন, এখন থেকে নিয়মিত রান্না করব। সেই রান্নাগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করবো। সেটা ফেসবুকে আমার পেইজের দর্শক ভক্তদের সঙ্গে শেয়ার করবো। শুধু নিজের রান্না দেখানোর জন্য নয়, আমার উদ্দেশ্য খুব সাদামাটা কিন্তু স্বাস্থ্যকর খাবার খেয়ে কীভাবে সহজ জীবনযাপন করা যায়।
তিনি বলেন, আমি প্রধানত উত্তরবঙ্গের রান্নাই করি। তবে সারা বাংলাদেশের দেশীয় মশলা সম্পর্কে সম্যক ধারণা আমার আছে। তাদের সঙ্গেও আমি পরিচয় করিয়ে দেব।
তিনি আরও বলেন, কর্মজীবন শেষ হলেও বাকি কর্মশক্তি ব্যবহার করে নিরলস জীবনকে নতুনভাবে কর্মচঞ্চল অবস্থায় ফেরানো যায় এটাও বুঝানো আমার উদ্দেশ্য। আমার ভিডিওগুলো আপাতত আনাড়ি হাতেই হচ্ছে। ধীরে ধীরে শিখে যাবো।
আশা করি এতদিন আপনারা যেভাবে সঙ্গে ছিলেন সেভাবেই আপনাদের সঙ্গে পাবো। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফলো দিয়ে পাশে থাকুন। আশা করছি ভালো কিছুই পাবেন।
এদিকে মাঝে মাঝে এ শিল্পী স্টেজ শোও করেন। সামনে তার নতুন গান আসবে বলেও জানিয়েছেন তিনি।