নাসিম রুমি: এবার হলিউডের পথে রণবীর কাপুর? তা-ও আবার যে-সে ছবি নয়, জেমস বন্ডের নতুন ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিতে চলেছেন বলিউডের ‘অ্যানিম্যাল’? রণবীরকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। এও ফিসফাস, রণবীর নাকি বন্ডের নয়া ছবিতে ওই চরিত্রের জন্য বিবেচিত-ও হয়ে গিয়েছেন! আর জেমস বন্ডের এই নতুন ছবি পরিচালনার দায়িত্বে নাকি রয়েছেন ‘ট্রান্সফর্মাস’ সিরিজ খ্যাত ছবি পরিচালক মাইকেল বে।
বর্তমানে বলিউডের একাধিক বড় বাজেটের প্রজেক্ট নিয়ে ব্যস্ত রণবীর। কিন্তু সোশ্যাল মিডিয়া আপাতত তোলপাড় এই গুঞ্জনে —হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক মাইকেল বে পরিচালিত বন্ড ফ্র্যাঞ্চাইজিতে তিনি প্রবেশ করতে চলেছেন। ‘টার্ন্সফর্মাস’ এবং ‘ব্যাড বয়েজ’-এর মতো ব্লকবাস্টার হলিউডি হিট ছবির নির্মাতা বে যদি সত্যিই বন্ড সিরিজ পরিচালনা করেন, তবে তা হবে একেবারে নতুন যুগের সূচনা।
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, বন্ডের ছবির প্রযোজনা সংস্থা নাকি ইতিমধ্যেই রণবীর কাপুরের সঙ্গে আলোচনা শুরু করেছে। আরও শোনা যাচ্ছে, এই ছবিতে আনা ডে আর্মাস-কে ফের একবার দেখা যাবে প্যালোমা চরিত্রে, অন্যদিকে জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা চুয়াটেল এজিওফর-ও এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন।সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের জুন মাসে বন্ডের এই নতুন ছবির শুটিং নাকি শুরু হয়ে যাবে।
এই গুজব আরও জোরদার হয়েছে কারণ মার্কিন মুলুকের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের -এর মতে, বন্ড সিরিজ এবার সম্পূর্ণভাবে রিবুট হতে চলেছে! অর্থাৎ এই নতুন সিনেমাটি হবে বন্ডের গল্পের প্রিকুয়েল— ছবির গল্প বোনা হবে পঞ্চাশ বা ষাটের দশকের প্রেক্ষাপটে। আর এ ছবির মাধ্যমেই নাকি এই প্রথম সবচেয়ে কমবয়সী বন্ড আসছেন পর্দায়, এমন বন্ড যিনি ড্যানিয়েল ক্রেগ অভিনীত বন্ড -এর গম্ভীর ও পরিণত গুপ্তচরের একেবারে বিপরীত মেরুর! যদিও রণবীর বা মাইকেল বে—কোনও তরফেই এ নিয়ে এখনও কোনও মন্তব্য আসেনি, তবু আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে রণবীরের নাম জড়ানোতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।