নাসিম রুমি: ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। বাজারে নতুন মডেলের গাড়ি বা মোটরসাইকেল এলে সংগ্রহ করার চেষ্টা করেন তারা।
বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। কয়েক বছর আগে সাতপাকে বাঁধা পড়েন তারা। বিয়ের আগে নিজেদের পছন্দের বেশ কিছু গাড়ি কেনেন তারা। বিয়ের পরও একাধিক গাড়ি কিনেছেন এই দম্পতি। তাদের গ্যারেজে এখন বিলাসবহুল ১১টি গাড়ি শোভা পাচ্ছে। সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, চলুন জেনে নিই এসব গাড়ির মডেল ও মূল্য—
১. লেক্সাস এলএম (২ কোটি ৫০ লাখ রুপি)
২. বেন্টলি কন্টিনেন্টাল জিটি ভি৮ (৬ কোটি রুপি)
৩. ল্যান্ড রোভার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি (৪ কোটি রুপি)
৪. অডি এ৮ এল (১ কোটি ৭১ লাখ রুপি)
৫. মার্সিডিজ-এএমজি জি৬৯ (২ কোটি ২৮ লাখ রুপি)
৬. অডি আর৮ (২ কোটি ৭২ লাখ রুপি)
৭. ল্যান্ড রোভার- রেঞ্জ রোভার ভোগ (২ কোটি ৮ লাখ রুপি)
৮. অডি এ৬ (৭০ লাখ রুপি)
৯. বিএমডব্লিউ৭- সিরিজ (১ কোটি ৮ লাখ রুপি)
১০. অডি কিউ৫ (৭৯ লাখ রুপি)
১১. অডি কিউ৭ (৯৪ লাখ রুপি)