English

24 C
Dhaka
বুধবার, মার্চ ১২, ২০২৫
- Advertisement -

যে কারণে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সোনু সুদ

- Advertisements -

নাসিম রুমি: করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সেসময় রাজনীতি না করেও যে মানুষের জন্য কাজ করা যায় তার প্রমাণ দিয়েছিলেন তিনি। এরপর থেকে অনেকেই আশা করেছিলেন, হয়তো রাজনীতির ময়দানেই অভিনেতার দেখা মিলবে।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই। তিনি জানান, একাধিক মহল থেকে তার কাছে রাজনীতিতে যোগদান করার লোভনীয় প্রস্তাব এসেছে। এমনকি মুখ্যমন্ত্রীর পদ ও রাজ্যসভার আসনের প্রস্তাবও পেয়েছেন সোনু। কিন্তু এই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেলেন তিনি।

এ বিষয়ে অভিনেতা বলেন, আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন, তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো। অভিনেতার কথায়, ‘অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে।

এর কোনওটাতেই আমার আগ্রহ নেই। আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। কাউকে আমার কোনও উত্তর দেওয়ারও নেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন