২০২৩ সালের মিস ইউনিভার্সে প্রতিযোগিতা করবেন এলসালভাদরে সুন্দরী আলেজান্দ্রা গুয়াজার্দো। তবে তার আগেই এক মজার সাজে তিনি হাজির একটি মঞ্চে। যেখানে তার পোশাকে ফুটে উঠেছে বিট কয়েনের প্রতিরূপ।
কিন্তু হঠাৎ কেনো বিট কয়েন নিয়ে পড়লেন মিস ইউনিভার্স এলসালভাদর? এবার জানা গেছে বিট কয়েন ব্যবহারে উৎসাহিত করতেই তিনি এই সাজ নিয়েছেন।
কারণ, কিছুদিন আগে বিট কয়েনে লেনদেনকে বৈধতা দিয়েছে এলসালভাদর।
বিট কয়েনের পথে হাঁটার বার্তা দিতেই আলেজাদ্রার এমন বিট কয়েন-সাজে র্যাম্পে হাঁটা। নিজের ছবি ইনস্টাগ্রামে দিয়ে এই সুন্দরী বলেছে, ভবিষ্যতের ইতিবাচক পথেই ছুটছে তার দেশ। ক্রিপ্টোকারেন্সিকে ২০২১ সালের সেপ্টেম্বরে বৈধতা দেয়া তারই নির্দশন।