চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। নিজের ছোট ছেলেকে এখনো পর্দার আড়ালেই রেখেছেন সাইফ-কারিনা। কিন্তু শুধু ভক্তরাই নয়, এখনো খুদে নবাবের মুখ দেখেননি ঠাকুমা শর্মিলা ঠাকুরও। এই নিয়ে মুখ খুলেছেন কারিনা।
কারিনা কাপুর খান জানান, করোনার জন্যই ছোট নাতিকে দেখতে আসতে পারেননি শর্মিলা। একটি ভিডিও বার্তায় শর্মিলার উদ্দেশ্যে কারিনা বলেন, ‘পুরো একটা বছর চলে গেল। কিন্তু আমরা একে অপরের মুখ পর্যন্ত দেখতে পাইনি। আমরা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাইনি। পরিবারের নতুন সদস্যকেও তুমি দেখতে পারনি। আমরা প্রতিক্ষা করছি কবে সবাই একসঙ্গে আসব, তোমার সঙ্গে সময় কাটাব।’ এর আগে অবশ্য নিজের শাশুড়ির প্রশংসায় একাধিকবার পঞ্চমুখ হতে শোনা গেছে কারিনাকে। ক্যামেরার সামনে কারিনা জানিয়েছিলেন শর্মিলাকে পেয়ে তিনি ‘লাকি’।
এর আগে ২০২০ এর শুরুর দিকেই সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কারিনার দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে দিয়েছিলেন সাইফ। সাইফ জানিয়েছিলেন, খুব শিগগিরই ছোট্ট তৈমুর দাদা হতে চলেছে। তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।