ভারতের জনপ্রিয় সঙ্গীত তারকা মিকা সিংয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল সানি লিওনের। কিন্তু সানি লিওনের সময় না থাকায় এতে কাজ করেন আবীরা সিং। কিন্তু মিউজিক ভিডিও নয়, অন্য কারণে আলোচিত হচ্ছেন আবীরা। তার চেহারার সঙ্গে মিল আছে সানি লিওনের। এরই মধ্যে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার ছবি।
আবীরা সিংয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেল লক্ষ্য করলেও দেখা যাবে, সানি লিওনের মতো সাজপোশাকেই ছবি শেয়ার করেন তিনি। এর আগে জখম নামে একটি পঞ্জাবি মিউজিক ভিডিওতে দেখা যায় আবীরা সিংকে। তবে মিকা সিংয়ের সঙ্গে কাজ করার পর বেশি আলোচিত হচ্ছেন তিনি।
বলিউডের আরেক তারকা ঐশ্বরিয়া রাইয়ের চেহারার সঙ্গে মিল থাকায় সম্প্রতি পাকিস্তানের আমনা ইমরানকে নিয়েও জোর শোরগোল শুরু হয়েছিল।