নাসিম বলেন: দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রোববার (৩ ডিসেম্বর) সেটিও বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এর পর তিনি সামাজিকমাধ্যমে দিয়েছেন রহস্যময় পোস্ট।
নিজের আইডিতে দেওয়া সেই পোস্টে মাহি লিখেছেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’। হঠাৎ করে কী কারণে এমন স্ট্যাটাস তিনি দিয়েছেন তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিষয়াদির প্রেক্ষাপটেই এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন মাহি।
‘ভালোবাসার রং’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। ১১ বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও। বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন তিনি। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে। আভাস পাওয়া যাচ্ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।