নাসিম রুমি: বর্তমানে দেশের বেশ কজন তারকাই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি ‘প্রিয়তমা’র মুক্তি উপলক্ষে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। তার কয়েক দিন আগেই সেখানে গেছেন নায়িকা পূজা চেরী।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘গলুই’ সিনেমা করতে গিয়েই আলোচনায় আসে এ জুটি। ছড়িয়ে পড়ে প্রেমের কথা। এমনকি কেউ কেউ বলেন, গত সেপ্টেম্বরে বিয়েবন্ধনেও আবদ্ধ হয়েছেন শাকিব-পূজা! এরপর গুঞ্জন ওঠে, বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তারা। সেই জল্পনা আরও উসকে দেয় পূজার যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার বিষয়টি।
আতিকুর রহমান খান নামে একজন গণমাধ্যমকর্মী তখন বলেছিলেন, ‘বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্র জগতের অনেকেই তাদের বিয়ের বিষয়টি জানেন। শাকিব-পূজা চেরী দুজনেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। দুজনেরই যুক্তরাষ্ট্রের ভিসা হয়ে আছে।’
এরপর অবশ্য একসঙ্গে দেশটিতে যাওয়া হয়নি শাকিব-পূজার। এবার সেটাই হলো, দুজনই যুক্তরাষ্ট্রে। শোনা যাচ্ছে, পূজা সেখানে থাকবেন আরও বেশ কিছুদিন। তবে কি যুক্তরাষ্ট্রে স্থায়ী হতেই এবার একসঙ্গে দেশটিতে পাড়ি জমালেন শাকিব-পূজা, নেটিজেনদের মধ্যে এখন সেই জল্পনা।