যার জন্য জীবন বাজি রেখেছিলাম সে-ই চলে গেছে। খুব সহজ করে এমনটাই বললেন অভিনেত্রী শবনম ফারিয়া।
বুধবার সকাল থেকেই ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার আকস্মিক ভাবে উধাও হয়ে যায়। এমনকী মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ফলোয়ারও ৯ হাজারে নেমে আসে।
বিষয়টি নিয়ে বেশ তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রেক্ষিতে শবনম ফারিয়া এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যেই মানুষের জন্য জীবন আত্মা সব বাজী রেখেছিলাম, বন্ধু বান্ধব, ক্যারিয়ার সব ভুলে গিয়েছিলাম, সেই হারিয়ে গেছে, কবে হারিয়েছে, কিভাবে হারিয়েছে , কোথায় হারিয়েছে সেইটাও জানি না। ’
দেবী খ্যাত অভিনেত্রী বলেন, ‘তোমরা আমাকে ম্যাসেজ দাও আমার নাকি ফলোয়ার হারিয়ে গেছে। আমি অনেক কিছু হারিয়ে, চোখ মুছে ক্যামেরার সামনে হাসি দিয়ে ছবি তুলে, বকোয়াস কথা বার্তা লিখে সেই ছবি ফেসবুকে পোস্ট দেয়া মানুষ, আমায় আর ফলোয়ার হারানোর ভয় দেখিয়ে কোনও লাভ নেই। ’
শবনম ফারিয়া এই মুহূর্তে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে রয়েছেন।