English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

যারা ভালোবেসেছেন বা ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই ছবি: বুবলী

- Advertisements -

‘তালাশ’ প্রেমসম্পর্কীয় সিনেমা। যারা কোনও না কোনোভাবে এ সম্পর্কে জড়িয়েছেন, তাদের জন্য এ সিনেমা বলে মন্তব্য করলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবে নিজের নতুন কাজের ফিরিস্তি দিলেন বুবলী।

তার ভাষ্য, ‘এটা একটি সমসাময়িক সিনেমার গল্প। যারা ভালবেসেছেন, কিংবা যারা জীবনে ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন তাদের সবার জন্য এই সিনেমাটি। এছাড়া যারা মিউজিক ভালোবাসেন তাদের কাছে ছবিটি খুব ভালো লাগবে। আমরা অনেকে ভালোবেসে কাজটি করেছি। আমার মতে, সৈকত নাসির খুব স্মার্ট একজন পরিচালক। দর্শকদের আহ্বান করবো প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। যদি ভালো না লাগে তাহলে গঠনমূলক সমালোচনা করুন।’

আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে আসছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’। সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। তাকে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকদের কাছে পৌঁছে গেছে। পুরো ছবি দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে।’

চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নির্মাতা শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান, জাকির হোসেন রাজু, চিত্রনায়িকা বুবলীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে সৈকত নাসির বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজেদের সর্বোচ্চ করেছেন। বাকিটা দর্শক হলে যাওয়ার পর বুঝতে পারবেন।’

প্রসঙ্গত, ছবিটি আগামী শুক্রবার (১৭ জুন) দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন