জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেন, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের আগে ও পরের সময়টা কঠিন ছিল।
বিচ্ছেদের ছ’মাস আগে ‘বেলস পলসি’তে আক্রান্ত হন জোলি। এতে মুখের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে তার। শুধু তাই নয়, মানিসক যন্ত্রণা ছিল প্রচুর।
জোলি বলেন, আমি বেশি চাপ সহ্য করতে পারি না। সে সময়টা কীভাবে কাটিয়েছি বলতে পারি না।