পপসম্রাজ্ঞী ম্যাডোনার বৈচিত্র্যময় জীবনের ওপর বায়োপিক নির্মাণ করা হবে। এই বায়োপিকে মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ম্যাডোনার ভূমিকায় দেখা যেতে পারে আরেক মার্কিন অভিনেত্রী জুলিয়া গার্নারকে। ইউনিভার্সাল পিকচার্সের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেডলাইন।
দুইবারের এ্যামি অ্যাওয়ার্ড জয়ী জুলিয়াই পছন্দের তালিকায় সবার উপরে আছেন। ম্যাডোনা নিজেই ছবিটি পরিচালনা করছেন।
নেটফ্লিক্সের ক্রাইম ড্রামা সিরিজ ‘ওজার্ক’এ অভিনয় করে সবার মন জয় করেছেন ২৮ বছরের জুলিয়া। সম্প্রতি মিনিসিরিজ ‘ইনভেন্টিং অ্যানা’তে অভিনয় করেছেন। বর্তমানে প্যারামাউন্টের থ্রিলার ‘অ্যাপার্টমেন্ট সেভেন এ’ শুটিং করেছেন জুলিয়া।