গেল বছর অনেকভাবেই একাধিক অভিনয়শিল্পী আবারও নতুন করে ব্যস্ত হয়েছেন। কেউ কেউ কাজের আগ্রহ দেখিয়েছেন। সেক্ষেত্রে মাহফুজ আহমেদ চলচ্চিত্রে, ইন্তেখাব দিনার ওটিটিতে আসাসহ এমন অনেকগুলো উদাহরণ পাওয়া যাবে। শাবনূরও চলচ্চিত্র নিয়ে কামব্যাক হবার ঘোষণা দিয়েছেন। তবে বছরের শেষ প্রান্তে এসে অভিনেত্রী জেনি’র ফেরাটা বেশ আলোচ্য ছিল।
নওরীন হাসান খান জেনি মূলত মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর অভিনয় দিয়েও মুগ্ধতা ছড়ান। নিজের এই ফেরার আগে কেনই বা আড়ালে ছিলেন এমন প্রশ্নে জেনি বলেন, ‘দেখুন, এমন একটা ফেজ সবারই গিয়েছে আমি মনে করি। যখন আসলে মানসম্পন্ন কোনো কাজ হচ্ছিল না। একই টাইপের কাজ করতে হচ্ছিল। সেক্ষেত্রে আমি মনে করেছি যে, এই সময়ে কিছুটা গ্যাপ দিই। এরপর বিয়ে সংসার, সন্তান সব মিলিয়ে নিজের ইচ্ছেই এই জীবনটা বেছে নেয়া।’
২০২৩-এর সর্বশেষ সিরিজ ছিল হই চই-এর প্রকাশ পাওয়া ‘মোবারকনামা’। যেখানে মোশাররফ করিম, শবনম ফারিয়া, শাহনাজ সুমিসহ অনেকেই অভিনয় করেছেন। এই ৫ পর্বের সিরিজেই মূলত দারুণ দাপটেই কামব্যাক করেছেন অভিনেত্রী জেনি।
উল্লেখ্য, দেশের অত্যন্ত মেধাবী ও প্রথিতযশা গণমাধ্যমব্যক্তিত্ব তানভীর খানকে বিয়ে করেন অভিনেত্রী জেনি। তানভীর ও জেনির প্রেমের সূত্রপাত জানতে চাইলে জেনি বলেন, ‘আমাদের প্রেমের হয়তো মূল কারণ ছিল যে, আমাদের প্রেমালাপে কখনো নিজেদের কাজ বা ক্যারিয়ারের আলোচনাকে প্রশ্রয় দিতাম না। তানভীর নিজেই বলতো যে, তোমাকে আমার এ কারণেই ভালো লেগেছে যে—তুমি আমাদের কথাবার্তায় কখনো কাজের কথা বলোনি। বা কাজ চাওনি।’
জেনি’র ক্যারিয়ারে পরিবারের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে হারিয়েছেন সাম্প্রতিক করোনায়। তিনি হলেন জেনি’র বাবা। জেনি বলেন, ‘বাবা আমার কাজকে সবার সামনে কখনো প্রশংসা করতো না। কিন্তু আমার আজকের জেনি হয়ে ওঠার শক্তি ছিলেন তিনি।’